ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

মদ খেয়ে মাতলামি ও পুলিশকে গালিগালাজ, ছাত্রলীগের কর্মীসহ ২ জন গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনে মদ খেয়ে মাতলামি ও পুলিশকে গালিগালাজ করার সময় পুলিশ ছাত্রলীগের কর্মী আবদুল্লাহ আল মামুনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।


এ দুই জনের নামে সোমবার (১৯ জুন) সকালে সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়েরের পর তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গত রোববার দিবাগত রাত সোয়া ২টার সময় সান্তাহার রেলওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে।


সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, রোববার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে উপজেলা ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল মামুন তার অপর দুই সহযোগীকে সাথে নিয়ে মাতাল অবস্থায় সান্তাহার ষ্টেশনে আসেন। এক সময় তারা রেলওয়ে থানার সামনে এসে মাতলামি শুরু করে। এ সময় দায়িত্ব পালনরত পুলিশ তাদের নিভৃত করতে চাইলে তারা পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তাদের আচরণে পুলিশ ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল মামুন (২৩) ও তার অপর সহযোগী সাজু হোসেন (৩৩) কে গ্রেপ্তার করে।


আবদুল্লাহ আল মামুন সান্তাহার শহরের হাউজিং কলোনী এলাকার পিন্টু হোসেনের ছেলে এবং সাজু হোসেন সান্তাহার ষ্টেশন কলোনীর আব্দুর রহিমের ছেলে। গতকাল সোমবার সকালে গ্রেপ্তার দুজনকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

ads

Our Facebook Page